শাহবাগজুড়ে বগুড়া ছাত্রদলের গর্বিত অবস্থান

০৪ আগস্ট ২০২৫, ০৪:১৪ পিএম
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে গতকাল ৩ আগস্ট রবিবার দুপুর দুইটায়,রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ। বিশাল এই আয়োজনকে সফল করতে বগুড়া জেলা ছাত্রদলের সংঘবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণের সাথে দুর্দমনীয় উপস্থিতিতে গর্বিত বগুড়াবাসী।
৭০০ পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ, বলছে সনাতনী জাগরণ জোট
কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের নেতৃত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী দিনের সরকার প্রধান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল।
কেন্দ্রীয় নির্দেশনায় দেশের প্রতিটি জেলা,উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড পর্যায় থেকে আগত লক্ষাধিক ছাত্রদল নেতাকর্মীর দৃপ্ত উপস্থিতিতে রাজধানীর শাহবাগ হয়ে পড়ে মুখরিত। সমাবেশটির ঘোষণার পরপরই স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েন দেশের ৬৪টি জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ।
৩ আগস্ট রাত প্রায় ১২টায়,বগুড়া জেলা ছাত্রদল ও প্রতিটি ইউনিট শত শত বাস-মাইক্রোবাস যোগে রওনা হন ঢাকার উদ্দেশ্যে। দীর্ঘ রাত পেড়িয়ে সকাল ১০টায় শ্রদ্ধাভরা উপস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ,দোয়া মাহফিল ও সূরা ফাতেহা পাঠের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। তাদের এই দৃঢ় ও শ্রদ্ধাভারা "শহীদ জিয়া স্মরণে-ভয় করিনা মরণে" ধ্বনিতে নব রুপে যেন প্রাণ ফিরে পান বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ও প্রতিফলিত হতে থাকে জন্মভূমি বগুড়ার গৌরবময় পরিচয়।
সমাবেশস্থলে পৌঁছেই বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশের নেতৃত্বে নেতাকর্মীদের গর্জে ওঠা "তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে"- ধ্বনির অগ্নিমিছিল রাজপথ প্রকম্পিত করে তোলে। যার ধারাবাহিকতায় জেলা ছাত্রদলের এই সম্মিলিত অবস্থান ও সমবেত কণ্ঠে শাহবাগে নেমে আসে এক ছাত্রজনতার ঢোল।
এসময় জুলাই-আগস্টে আহত ও নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাবিবুর রশিদ সন্ধান বলেন, "আমরা স্পষ্ট করে বলতে চাই,আজকের এই সমাবেশ শুধুমাত্র একটি সমাবেশ নয়,এটা আমাদের অঙ্গীকার। তারেক রহমান ভাইয়ের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক,শক্তিশালী ও সম্মানিত রাষ্ট্রে রুপান্তরিত করব।"
তিনি আরও বলেন,"তারেক রহমানই একমাত্র নেতা যিনি তৃণমূল থেকে ছাত্রদলের প্রাণ বুঝতে পারেন সাথে বুঝতে পারেন আমাদের সকল স্বপ্ন। উনার এই সাহস,উনার দূরদৃষ্টি এবং উনার সংগঠকসুলভ নেতৃত্বই আমাদের অনুপ্রেরণা।"
প্রকাশ করা যায় জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত এই ছাত্র সমাবেশে বগুড়ার নেতৃত্বদানকারী ছাত্রনেতা হাবিবুর রশিদ সন্ধান ও এম রাকিবুল হাসান পলাশ তাদের বলিষ্ঠ নেতৃত্বেই প্রমাণ করে বগুড়া শুধুমাত্র একটি জেলা নয়,বরং বিএনপি'র আদর্শিক ভিত্তি ও শহীদ জিয়ার ত্যাগ আর নেতৃত্বের জীবন্ত এক প্রতিচ্ছবি।
সারাদেশব্যাপী ছাত্রদলের এই ঐক্যবদ্ধ উপস্থিতির মধ্যে বগুড়ার অবস্থান ছিল সবচেয়ে বেশি সুসংগঠিত এবং সবচেয়ে বেশি দৃপ্ত, যা ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে বগুড়া জেলা ছাত্রদলের নেতৃত্ব প্রদানের সামর্থ্যকে আরও বেশি সুস্পষ্টভাবে প্রতিফলিত করবে বলেও ধারণা করছেন অনেকে।


