নির্বাচনকে সামনে রেখে মাঠে-ঘাটে চষে বেড়াচ্ছেন ব্যারিস্টার মামুন

ছবি : সংগৃহীত

গাজী মোস্তফা কামাল

০৯ আগস্ট ২০২৫, ০১:০০ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) দুই উপজেলার প্রতিটি এলাকায় চষে বেড়াচ্ছেন প্রধান উপদেষ্টার আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) গণমানুষের নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুলাহ আল মামুন।


জামিন পেলেন বিডিআরের দুই শতাধিক জওয়ান

শুক্রবার (৮ আগস্ট) দিনব্যাপী বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম সিং, কংশনগরসহ বিভিন্ন এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।


এ সময় তিনি বলেন, মানুষের ভালোবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় দুটি টেকনিক্যাল কলেজ করবো। কুমিল্লা-মিরপুর এবং কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর পর্যন্ত চার লাইনে উন্নীত করব। তাছাড়া বুড়িচং উপজেলার গোমতী নদীর পশ্চিম পাড়ের ৪টি ইউনিয়নকে নিয়ে একটি উপজেলা গঠন করবো।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া, বুড়িচং ভারেল্লা উত্তর সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম লাভালু, বাকশীমূল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক (ব্লেক), সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক জিএস মাহবুবুর রহমান ভূইয়া দিদার, আওয়ার বাংলাদেশ-এর উপদেষ্টা ও বিএনপির নেতা সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, মফিজুল ইসলাম, আবুল বাসার, বিএনপির নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, বাদল, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া, মোস্তফা, কুমিল্লা দঃ জেলা তাতী দলের সাবেক যুগ্ম আহবায়ক কিরণ মুন্সি, কুমিল্লা দঃ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান ভূইয়া, গাজী মোঃ ইসরাফিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।