বগুড়ার শেরপুরে সরকারি কলেজ সড়ক অবহেলায় বেহাল

ছবি : আওয়ার বাংলাদেশ

এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)

১২ আগস্ট ২০২৫, ০৩:৫৭ পিএম

বগুড়ার শেরপুর উপজেলার অন্যতম ব্যস্ততম সরকারি কলেজ সড়কটি দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অনুপযোগী। ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে হাসপাতাল পর্যন্ত ১১/১২ ফুট, হাজিপুর থেকে ধুনটরোড পর্যন্ত প্রায় দেড়-দুই কিমি পৌরসভার প্রধান রোডের ন্যায় সরকারি কলেজ সড়কে ভাঙাচোরা, গর্ত আর কাদা পানিতে হাজার হাজার শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোন সংস্কারকাজ শুরু হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।


লুট হচ্ছে সাদা পাথর, হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভাঙাচোরা অংশ ও বড় বড় গর্তে ভরা। বর্ষা মৌসুমে এসব গর্তে জমে থাকা পানি চলাচলে আরও বিপদ বাড়িয়ে তোলে। মোটরসাইকেল, সিএনজি, রিকশা থেকে শুরু করে পায়ে হেঁটে চলাচলকারীরাও প্রতিনিয়ত শিকার হচ্ছেন ভোগান্তির।


সরকারি কলেজটির অধ্যক্ষ মোঃ রেজাউল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের শিক্ষার্থীদের নিরাপদ ও সুবিধাজনক যাতায়াতের কোন ব্যবস্থা না থাকায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। সড়কটির এই বেহাল দশার কারণে তারা ক্লাসে সময়মতো পৌঁছাতে পারছে না, যা শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।"

প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থী জানান, "সড়কের এই বেহাল দশার কারণে আমরা প্রতিদিন দুর্ভোগে পড়ি। কাদা-গর্তে পড়ে যাওয়া যেন আমাদের নিত্য দিনের বাস্তবতা। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।"

স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, দ্রুত সড়কটি সংস্কার না হলে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত ও জনজীবনে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। তারা দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

জনস্বার্থের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক খানের মতামত জানতে তার ব্যবহৃত মুঠোফোন নং ০১৭৩৩৩৩৫৪২৭ যোগাযোগ করলে তিনি জানান," আমি এই বিষয়ে অবগত আছি এবং দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হবে। সম্ভবত এলজিইডি রাস্তাটির সংস্কার কাজ হাতে নিবে।"