পিচ্চি মনিরের সহযোগী গ্রেফতার
-68d0dd6f9ae9a.jpg)
ছবি : সংগৃহীত
২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগরে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী পিচ্চি মনিরের সহযোগী এবং ডাকাত চক্রের সক্রিয় সদস্য অনিককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজিমপুর আর্মি ক্যাম্পের ৪৬ বিগ্রেড (অজেয় চার)-এর একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
আদালত থেকে আসামির পলায়ন
সেনা সূত্র জানায়, রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগর একটি উচ্চ-অপরাধপ্রবণ এলাকা। এখানে একাধিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে। সম্প্রতি একটি ডাকাতি ও মাদক চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে অনিককে চিহ্নিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সামরিক পোশাক পরে শহীদ নগর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি এবং সংগঠিত অপরাধ চালিয়ে আসছিলেন।
অভিযানের সময় সমন্বিতভাবে প্রথমে অনিককে গ্রেফতার করা হয়। পরে নিকটস্থ একটি কনস্ট্রাকশন বিল্ডিংয়ে তল্লাশি চালিয়ে অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং পুলিশের পোশাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আলামতগুলোর মধ্যে রয়েছে- ১টি রিভলভার (পিস্তল), ২ বক্স ককটেল তৈরির রাসায়নিক ও প্রস্তুত ককটেল, পুলিশের ৫ সেট পোশাক, ১টি পুলিশের রোড মার্কার এবং ২টি মোবাইল ফোন।
পরে গ্রেফতারকৃত অনিককে জিজ্ঞাসাবাদ শেষে লালবাগ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। এ সময় অস্ত্র, ককটেল তৈরির সরঞ্জাম ও পুলিশের পোশাক উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।


