ভুয়া সার্টিফিকেটে চার্জশিট, নিরপরাধের কারাভোগ

প্রতীকী ছবি

সারাদেশ ডেস্ক

০১ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের ঘায়েল করতে কুমিল্লার তিতাসে দুটি মামলায় ভুয়া মেডিকেল সার্টিফিকেট ব্যবহার করে নিরপরাধদের জেলে পাঠানোর অভিযোগ উঠেছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কাওসার আদালতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চারটি মেডিকেল সার্টিফিকেট জমা দেন। এসব সার্টিফিকেটের ভিত্তিতেই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে এবং কয়েকজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু পরে যাচাই-বাছাইয়ে দেখা যায়, চারটি সার্টিফিকেটই জাল। ঢামেক কর্তৃপক্ষ লিখিতভাবে জানায়, এসব সার্টিফিকেট তাদের হাসপাতাল থেকে ইস্যু করা হয়নি এবং যেসব চিকিৎসকের নাম সার্টিফিকেটে ব্যবহার করা হয়েছে, তাদের কেউই ঢামেকের কর্মরত নন।


খুলনায় আদালত চত্বরে গুলিবিদ্ধ ২

তদন্তে জানা যায়, বাদীপক্ষ মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগসাজশে অর্থের বিনিময়ে ভুয়া মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করে আদালতে দাখিল করেছিল। তবে এসআই আবুল কাওসার অনৈতিক কোনো সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, ডাকযোগে মেডিকেল সার্টিফিকেট পেয়েই তা আদালতে জমা দিয়েছেন। কিন্তু তিনি কোনো ফরওয়ার্ডিং লেটার বা ডাকের রিসিভ কপির অস্তিত্ব দেখাতে পারেননি। আদালতের রেকর্ডেও এমন কোনো নথি পাওয়া যায়নি। ঢাকা মেডিকেলের সহকারী পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বাদীপক্ষের নামে যে সার্টিফিকেটগুলো আদালতে দাখিল করা হয়েছে, সেগুলোর কোনোটি হাসপাতাল থেকে ইস্যু করা হয়নি।


ঘটনার পর জানা যায়, যেদিন বাদীরা মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেন, সেদিন আসামিদের কয়েকজন কুমিল্লার বাইরেই ছিলেন। তাদের মোবাইল ফোনের নেটওয়ার্ক বিশ্লেষণেও বিষয়টি নিশ্চিত হয়েছে। এমনকি বাদীপক্ষ যে হাসপাতালে ভর্তি হওয়ার দাবি করেছিল, সেই ঢামেকের রেজিস্টারে তাদের নামে কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি।
সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ বলেন, তদন্ত কর্মকর্তা ভুয়া নথি দিয়ে আদালতকে মিসগাইড করেছেন, যা ন্যায়বিচারের পরিপন্থী। তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজের সাহস না পায়। তিতাস থানার বর্তমান ওসি জানান, এ বিষয়ে আদালতের নির্দেশে পুনঃতদন্ত চলছে এবং সত্য উদঘাটনে বিস্তারিত অনুসন্ধান করা হবে।

কুমিল্লা
ঢামেক
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক