ভিন্ন আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন

ছবি : আওয়ার বাংলাদেশ
২০ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় কেক কাটা বা জাঁকজমকপূর্ণ উৎসবের বদলে মানবিক কর্মসূচির আয়োজন করেছে জেলা ছাত্রদল।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শহরের একটি মাদ্রাসায় এতিম ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে ভিন্ন আঙ্গিকে দিনটি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শহরের তিনমাথা এলাকার তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বাদ যোহর পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। ছাত্রদলের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার ও যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা এবং শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


