বিষ্ণুপুরে অগ্নিকাণ্ডে দোচালা ঘর পুড়ে ছাই

ছবি : আওয়ার বাংলাদেশ

নিউজ ডেস্ক

২১ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেকান্তর প্রধানিয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে দোচালা টিনের নির্মিত একটি বসতঘরে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়, তা এখনো জানা যায়নি। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।


কাকরাইলে নিষিদ্ধ সাদপন্থিরা

অগ্নিকাণ্ডে ঘরের সব আসবাবপত্র, পোশাক, বিছানা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রুবেল প্রধানিয়া জানান, “আমার স্ত্রী ১৯ নভেম্বর বিকেলে কয়েকজন ছেলেকে ঘরের পেছনে মাদক সেবন করতে দেখে ডাক দিলে তারা উল্টো বলে— ‘কাজটি ভালো হয়নি।’ এরপর থেকে আমরা ভয়ভীতি নিয়ে ছিলাম।”

স্থানীয়দের দাবি, এ ঘটনার সঙ্গে কোনো ধরনের অসামাজিক বা অপরাধী চক্র জড়িত থাকতে পারে কি-না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।