চাঁদপুরে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ
লিফলেট বিতরণ করলেন জেলা যুবদল নেতা

২২ নভেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার গাজী।
৫ দিনের রিমান্ডে মাই টিভির চেয়ারম্যান
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রার্থীর পক্ষেও সমর্থন চান। এ সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব ভোটারদের সামনে তুলে ধরেন।
জানা যায়, সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। যুব সমাজসহ সাধারণ ভোটারদের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা সরকারের নানান নীতিগত ব্যর্থতা, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি ও চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন। গণসংযোগে তাদের স্লোগান ছিল— “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।”
গণসংযোগ চলাকালে নানা বয়সী মানুষ তাদের স্থানীয় সমস্যা ও নির্বাচনী প্রত্যাশা তুলে ধরেন। বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে তারা রাস্তা-ঘাটের বেহাল দশা, কর্মসংস্থানের সংকট, স্বাস্থ্যসেবার ঘাটতি এবং প্রশাসনিক হয়রানির মতো নানা সমস্যায় ভুগছেন। সংশ্লিষ্ট নেতারা নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বহু নেতাকর্মী।
স্থানীয় নেতারা জানান, নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও পাড়ায় ধারাবাহিকভাবে গণসংযোগ, মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অব্যাহত থাকবে।


