বহুবিবাহ নিয়ে সমালোচিত মামুনুর রশিদ গ্রেফতার

ছবি : সংগৃহীত
২৩ নভেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
শরীয়াভিত্তিক বিবাহ কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’–এর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী তার তৃতীয় স্ত্রীর গুরুতর অভিযোগের মুখে গ্রেফতার হয়েছেন। তার তৃতীয় স্ত্রীর অভিযোগ—তালাক দেওয়ার পরও দেড় মাস পর্যন্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, আইডিয়াল ম্যারেজ ব্যুরো নারীদের সহায়তার কথা বললেও বাস্তবে নাকি স্বল্প সময়ের জন্য বিভিন্ন পুরুষের সাথে কন্টাক্ট বিয়ে করিয়ে তাদের ব্যবহার করতে সহায়তা করে।
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
ভুক্তভোগী নারী বলেন, “Ideal Marriage Bureau-IMB বলে মেয়েদের সংসার দেবে, তাদের দুঃখ–কষ্ট দেখবে। কিন্তু বাস্তবে তারা এক মাস–দুই মাসের জন্য বিয়ে দেয়, কিছু কিছু বড়লোকের কাছে। পরে যখন ছেড়ে দেয়, জিজ্ঞেস করলে বলে— ‘বউ বেশি তর্ক করে।’ একদিকে ঘর দেওয়ার কথা বলে, আরেকদিকে নারীদেরকে ব্যবহার করে তাদের সংসার নষ্টের পরিকল্পনা করে।”
এ ঘটনার অনুসন্ধান করছিল ফেস দ্যা পিপল–এর অনুসন্ধানী অনুষ্ঠান “সিক্রেট আইজ” টিম। অনুসন্ধানের সময় সাংবাদিকদের মামুনুর রশিদ কাসেমী ‘মিডিয়া সন্ত্রাস’ বলে আখ্যা দেন।
পরবর্তীতে তার স্ত্রীর কাছ থেকে ধর্ষণের অভিযোগ পেলে ফেস দ্যা পিপলের সাংবাদিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে এসব তথ্য পুলিশকে সরবরাহ করেন। পুলিশের কাছে অভিযোগ আসার পর আজ দুপুরে তাকে কেরানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগের সত্যতা যাচাই ও আইনি তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


