আরও ৪২৯ কোটি টাকা চায় ইসি

ছবি : সংগৃহীত
২৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
আগামী ৫ বা ১২ ফেব্রুয়ারি ২০২৫–এ সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি নিচ্ছে। একই দিনে গণভোট নেওয়ার সম্ভাবনা থাকায় প্রস্তুতির রোডম্যাপও নতুন করে সাজাতে হচ্ছে। চলতি (২০২৫–২৬) অর্থবছরের জন্য ইসিকে ২২৯ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয়তা বাড়ায় ইসি সংশোধিত বাজেটে আরও ৪২৯ কোটি ৭০ লাখ টাকা বাড়তি চেয়েছে। এতে মোট বাজেট দাঁড়াবে ৬৫৮ কোটি ৭৫ লাখ টাকা।
মন্ত্রিত্ব দিতে চাইলেও নেব না : ধর্ম উপদেষ্টা
যেসব প্রকল্পে বাড়তি টাকা চাইছে
১) আইডিইএ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) – সংশোধিত প্রকল্প
বিদ্যমান ২১০ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে ৬১০ কোটি টাকা করার প্রস্তাব।
জাতীয় পরিচয়পত্র সেবা ও প্রশাসনিক ব্যয় (বেতন–ভাতা, যন্ত্রপাতি, সেবা উন্নয়ন ইত্যাদি) বৃদ্ধি প্রধান কারণ।
২) দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্প (নতুন)
বরাদ্দ চাওয়া হয়েছে ৩৯ কোটি টাকার বেশি। উদ্দেশ্য: প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা শক্তিশালী করা।
প্রবাসী ভোট ও জটিলতা
প্রবাসীদের জন্য ‘Postal Vote BD’ অ্যাপ চালু করা হয়েছে; ডাকযোগে ব্যালট পাঠানো হবে।
বিশ্বব্যাপী নিবন্ধনের সুযোগ খুলে দেওয়া হয়েছে (১৮ ডিসেম্বর পর্যন্ত)। তবে মধ্যপ্রাচ্যের ৭ দেশে (বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত) ঠিকানাভিত্তিক সমস্যার কারণে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত।
একই দিনে গণভোট ও নির্বাচন হলে
ভোটকেন্দ্র ও কর্মকর্তা বাড়বে—ফলে ব্যয়ও বাড়বে।
আলাদা দিনে নির্বাচন করলে খরচ আরও বাড়বে বলে ইসি জানিয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরের মন্তব্য
পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
ইসির সিনিয়র সচিব জানিয়েছেন—প্রয়োজনীয় খাতে সহযোগিতা চাওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয় ব্যয় না করতে নির্দেশ দেওয়া হয়েছে।


