এটা চাই, ওটা চাই এভাবে আর কতদিন : ধর্ম উপদেষ্টা

ছবি : সংগৃহীত
০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, স্বাধীনতার পাঁচ দশক পরও জাতি এখনও ‘দাবিদার’ মানসিকতা থেকে বের হতে পারেনি। তিনি বলেন, এটা চাই, ওটা চাই—এভাবে আর কতদিন? এখন সময় এসেছে এমন মানুষ তৈরির, যাদের একটি কলমের স্বাক্ষরে রাষ্ট্রের অর্ডার বাস্তবায়ন হবে।
জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে : ইইউ
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এ মাহফিলে সভাপতিত্ব করেন মুফতি মাসুদুল করিম এবং প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল সাইয়েদ মাদানী (দেওবন্দ, ভারত)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের প্রফেসর বসির উদ্দিন।
বক্তব্যে ড. খালিদ হোসেন জানান, দায়িত্ব গ্রহণের পর গত ১৬ মাসে তিনি এক টাকাও ঘুষ নেননি। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে হাজীদের সাড়ে ৮ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে এবং আগামী হজে এর চেয়েও বেশি ফেরত দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক শক্তি ওলামায়ে কেরাম, এবং এই শক্তিকে রাষ্ট্র নির্মাণে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। জনগণের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে পারলেই রাষ্ট্র পরিচালনায় সাফল্য সহজ হয় বলে মন্তব্য করেন তিনি।
ড. খালিদ আরও সতর্ক করে বলেন, টাকার কাছে পরাজিত হলে লক্ষ্যচ্যুতি ঘটবে এবং মনজিলে মকসুদে পৌঁছানো কঠিন হয়ে যাবে। সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারলে রাষ্ট্রীয় শক্তিকেও নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।


