কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

২৭ নভেম্বর ২০২৪, ০১:১৫ পিএম
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এ আদেশ দেন।
বিএনপি ফিলিস্তিনের পাশে থাকবে সবসময় : তারেক রহমান
আসামিদের আইনজীবী জানান, সব নিয়ম মেনে বড় পুকুরিয়া কয়লাখনির খনন কাজে টেন্ডার আহ্বান করা হয়েছিল। শুধুমাত্র হয়রানি আর রাজনীতি থেকে দূরে রাখতে এই মিথ্যা মামলায় তাদের আসামি করা হয়। এই মামলায় যে কোনো উপাদান ছিল না, তার প্রমাণ দীর্ঘ ১৬ বছরেও মামলাটির অভিযোগ গঠন করা যায়নি। ১/১১ এর সরকার মামলাটি দায়ের করে, যা এতদিন জিইয়ে রাখে আওয়ামী লীগ সরকার।
এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেন বিচারিক আদালত। ওই রায়ে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরে একই বছরের ১৮ নভেম্বর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। পরবর্তীতে ২০১৮ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে বিএনপি চেয়ারপারসনকে বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন।
এদিকে হাইকোর্টে আপিলের ওপর শুনানি শেষে ২০১৮ সালের ৩০ অক্টোবর এ মামলায় রায় দেন হাইকোর্ট। রায়ে সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০১৯ সালে আপিল বিভাগে পৃথক দুটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া।


