হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে বিগত স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে চার থেকে পাঁচটি মন্ত্রণালয়ের ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুরে নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের কবর জিয়ারত শেষে তিনি এসব মন্তব্য করেন।


‘সব অপরাধের কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা’

রিজভীর মতে, এ আগুন গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ মিলিয়ন ডলার পাচারের ঘটনা সে দেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। এমন আরও অনেক দুর্নীতির ঘটনা আছে, যেগুলো চাপা দিতে সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এ আগুনে হাসিনা সরকারের একজন মুখ্যসচিবের ফাইলসহ গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হয়েছে।


স্বৈরাচার সরকারের দোসররা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সক্রিয় রয়েছে বলে দাবি করেন রিজভী। প্রশাসন, পুলিশসহ সরকারের বিভিন্ন স্তরে তাদের প্রভাব আছে। এ ধরনের নাশকতা ও ষড়যন্ত্র ঠেকাতে সতর্ক থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ভারতের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট বর্ণনা তৈরি করে তার অপকর্ম আড়াল করার চেষ্টা করছে।
তিনি নিহত ফায়ার ফাইটার নয়নকে দেশের চলমান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের অন্যতম শহীদ হিসেবে উল্লেখ করেন। নয়ন তার জীবন দিয়ে দেশের জন্য লড়াই করেছেন। এ ধরনের আত্মত্যাগ শুধু শোক প্রকাশের মাধ্যমে শেষ করা উচিত নয়; বরং স্বৈরাচারীদের চক্রান্ত রুখতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে, রিজভী মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নের আট পুনিয়া গ্রামে নিহত নয়নের বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন। পরে নয়নের কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।