শেখ হাসিনাকে ফেরত না দেওয়া চুক্তির লঙ্ঘন : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পিএম
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ভারতকে আমরা চিঠি লিখেছি। শেখ হাসিনাকে ফেরত না দিলে দুদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
আসিফ নজরুল বলেন, বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এসময় তিনি জুলাই - আগস্ট গণহত্যায় জড়িতদের বিচারের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


