রিলিজ পেলেন খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

প্রবাস ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৮ দিনের চিকিৎসা শেষে যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিক থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন। চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়।


ড. ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ছেলের বাসায় থেকেই পরবর্তী স্বাস্থ্যসেবা নিবেন বিএনপি নেত্রী।

গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।