পিনাকী-ইলিয়াসদের প্রতি কৃতজ্ঞ জাতীয় নাগরিক কমিটি

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৮ পিএম

আওয়ামী রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ড. কনক সরওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানিয়েছেন তিনি।


ভাঙার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই : মাহফুজ

রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


সারজিস আলম বলেন, ‘ইলিয়াস ভাই, পিনাকী দাদা, কনক সরওয়ারের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন, যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল জানিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত। কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন।

সারজিস বলেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই।

এদিন বাংলামোটরে সংগঠনটির কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি চারটি মহাদেশ ও ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করা হয়। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক কমিটি জানায়, সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য।