গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চায় এনসিপি

নিউজ ডেস্ক

০৪ মার্চ ২০২৫, ০১:২৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার দাবি জানানো হয়েছে।


আলোচিত-সমালোচিত শাহজাহান ওমর গ্রেপ্তার

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদেন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


এর আগে সকাল ৮টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবদেন শেষে তিনি বলেছেন, পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযোদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।