মেয়র ঘোষণার দাবিতে ফয়জুল করীমের মামলা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৭ এপ্রিল ২০২৫, ০৮:১০ পিএম

২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদের জন্য প্রতিদ্বন্দিতা করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সেই নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। এবার কারচুরি করে তাকে পরাজিত করা হয়েছে এমন অভিযোগ তুলে বরিশালে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন মুফতি ফয়জুল করীম।


ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনী ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তিনি মামলা দায়ের করেছেন। মামলায় ওই নির্বাচনে বিজয়ী প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।


ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এই তথ্য জানিয়েছেন।

২০২৩ সালের ২৩ জুন অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে ১নং প্রতিপক্ষের নির্বাচন বাতিলক্রমে দরখাস্তকারী যথাযথভাবে নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা দেওয়ার আবেদন করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিগত সময়ে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া দু’জন ইতোমধ্যে আদালত থেকে মেয়র হিসেবে পক্ষে রায় পেয়েছেন। একজন চট্টগ্রামের বিএনপি নেতা শাহাদাত হোসেন, আরেকজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।