দুই ইসলামি দলের সংলাপ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ মে ২০২৫, ০৬:৫৮ পিএম

সংস্কার, নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে দল দুটি সাতটি বিষয়ে একতমত হয়েছে।


নয়াপল্টনে বিএনপির সমাবেশ, তারুণ্যের ঢল

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংলাপ শেষে কথা বলেন দুই দলের নেতারা।


এ সময় নেতারা জাতীয় নির্বাচনে সম্মিলিতভাবে, প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন ও আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করাসহ সাতটি বিষয়ে একমত পোষণের কথা জানান। এছাড়াও আসনভিত্তিক একক প্রার্থী ও এক বাক্স দেওয়ার বিষয়ে কৌশলগত ঐকমত্য পেশ করেছেন তারা।

সংলাপে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী ঐক্যজোটের পক্ষে নেতৃত্ব দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের।