সবার আগে বিপদে পড়বে জামায়াত : রনি

ছবি : সংগৃহীত
০৬ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, রাজনীতিতে যেরকম একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সবার আগে জামায়াত বিপদে পড়বে। এরপরে বিপদে পড়বে বিএনপি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে : সারজিস
গোলাম মাওলা রনি বলেন, রাজনীতিতে যেরকম একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সবার আগে জামায়াত বিপদে পড়বে। জামায়াতের ঘোর শত্রু ইসলামি সংগঠন মাজার ভাঙছে, কিন্তু দায় পড়ছে জামায়াতের ঘাড়ে। ধর্ম সংক্রান্ত যা ঘটছে সবই জামায়াতের ঘাড়ে পড়ছে। অথচ তারা এসব ঘটনায় সম্পৃক্ত নয়।
তিনি বলেন, জামায়াতের পর বিপদে পড়বে বিএনপি। এখন হয়তো আওয়ামী লীগের লোকেরা চাঁদাবাজি করছে, কিন্তু নাম হচ্ছে বিএনপির। রাজনৈতিক দলগুলো এমন একটি ঘূর্ণিপাকের মধ্যে পড়ছে, সেখান থেকে বের হওয়ার অবস্থা নেই যতক্ষণ না নতুন নেতৃত্ব আসে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। ২০২৬ সালেও নির্বাচনের সম্ভাবনা নেই। ২০২৭ সালে নির্বাচন হতেও পারে, নাও হতে পারে। তবে ২০২৮ সালে নির্বাচন হবে। ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে খেলোয়াড়ের সেট বদলাতে হবে। এ রকম সেট থাকলে জাতীয় নির্বাচন তো দূরের কথা একটা স্থানীয় নির্বাচনও সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয়।
তিনি বলেন, সংস্কার যা হচ্ছে, এগুলো কিছুই হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সংস্কারও বাস্তবায়ন করা সম্ভব নয়। যে মানুষগুলো এগুলো করেছেন, তারা কিছু ক্ষেত্রে আমেরিকাকে কপি করেছেন, কিছু ক্ষেত্রে ভারতকে কপি করার চেষ্টা করেছেন। ফলে এখানে শুধু টাকা ও সময়ের অপচয় হচ্ছে।
তিনি আরো বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা এ সরকারের আমলে যতটা নিগৃহীত হয়েছেন, তা কড়ায়-গণ্ডায় আদায় করে ছাড়বেন। এটাই হবে দেশের নিয়তি।