বিশেষ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

ছবি : সংগৃহীত

সারাদেশ ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম

সেনাবাহিনী ও পুলিশের বিশেষ পাহারায় জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতাকর্মীরা গোপলগঞ্জ ছেড়ে গেছেন। আজ বুধবার বিকেলে তারা গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান। এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন। তিনি জানিয়েছেন, এনসিপির নেতাকর্মীরা বিকাল ৫টার পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।


জনগণ এখন দুঃস্বপ্ন দেখছে: মান্না

কড়া পাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়েন। বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।


বুধবার এনসিপির পদযাত্রা কর্মসূচি ছিল গোপালগঞ্জে। এই পদযাত্রার আগেই কয়েক দফায় হামলা চালায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরও জেলার পৌর পার্কে সমাবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষে দলটির গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটে।