লন্ডনে সিজদা দিয়ে ওহি এনেছেন প্রধান উপদেষ্টা : নাসীরুদ্দীন

ছবি : সংগৃহীত
১৭ আগস্ট ২০২৫, ০৩:২৯ পিএম
লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা— এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
এনসিপিকে বিতর্কিত করার অ্যাজেন্ডা কাদের?
তিনি বলেন, ‘যাঁরা লন্ডনকে কেবলা বানিয়ে সিজদা দিয়েছেন বা দিচ্ছেন, তাঁদের কেবলা পরিবর্তন করে জনগণের দিকে সিজদা দেওয়ার আহবান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র নেই। তা থাকলে ১/১১ হতো না। গণহত্যায় যাঁরা শহীদ ও আহত হয়েছেন তাঁদের নিরাপত্তার জন্য গণপরিষদ নির্বাচন দরকার। বাংলাদেশে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন হতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের মন্ত্রী হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমরা জনগণের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে সে সুযোগ গ্রহণ করিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এনসিপি আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা করেনি। মিডিয়া ভুল তথ্য ছড়াচ্ছে।’
এনসিপির এই নেতা বলেন, ‘দেশের বর্তমান সংকট সমাধানের একমাত্র উপায় গণপরিষদ নির্বাচন। সেনাবাহিনীকে দেশের জন্য কাজ করতে হবে।

