তেজগাঁওয়ে আ’লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

রাজধানী তেজগাঁওয়ে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 


এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ নীলা ইসরাফিলের

জানা গেছে, এদিন সকালে তেজগাঁও শিল্পাঞ্চলের জিএমজি মোড় থেকে কিছু লোক মিছিল করতে গেলে ঘটনাস্থল থেকে তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়। এরপর জুমার নামাজের পর দুপুরে প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল বের করে। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়।


আটককৃতদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ করছে।