স্বৈরতন্ত্র রোধে পিআর পদ্ধতির বিকল্প নেই : চরমোনাই পীর

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

স্বৈরতন্ত্রের মাথাচাড়া রোধে পিআর পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। তাই গতানুগতিক নির্বাচনের মাধ্যমে স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে পারে। স্বৈরতন্ত্রের মাথাচাড়া রোধে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।


সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু জামায়াতের সমাবেশ

শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে এক গণসমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


পিআর পদ্ধতি ছাড়া ইসলামী আন্দোলন নির্বাচনে অংশ নেবে কি না, জানতে চাইলে রেজাউল করীম বলেন, আমরা নির্বাচনে প্রস্তুতি আগে থেকেই করে রেখেছি। দেশের কল্যাণের জন্য আমরা পিআর পদ্ধতি নিয়ে দাবি করতেই থাকব। আগের পদ্ধতির নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য আছে। সেখানে পেশি শক্তির ব্যবহার ও জানের ঝুঁকি থেকে যায়। ফলে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পান না। এ অবস্থায় জানের ঝুঁকি নিয়ে আমাদের লোকজনের মাঠে নামাব কিনা, সেই পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।

চরমোনাই পীর জানান, পরিস্থিতি অনুকূলে এলে তাদের কর্মীরা নির্বাচনী মাঠে সক্রিয় হবেন। তবে সহিংস পরিবেশে অংশগ্রহণ নিয়ে দলের ভেতরে শঙ্কা থেকেই যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়েস, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর, উপজেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান প্রমুখ।