‘তীব্র নিন্দা আর বিনম্র শ্রদ্ধার গ্যাঁড়াকলে আমাদের সরকার’
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
‘আমাদের এক উপদেষ্টা- তাঁর ধরার কথা আসামি, তিনি করছেন প্রতিবাদ। জনগণ প্রতিবাদ জানায়, ওনারাও প্রতিবাদ জানান। তীব্র নিন্দা জ্ঞাপন ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের গ্যাঁড়াকলে উপদেষ্টারা আটকে গেছেন।’ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাও গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বিএনপির প্রত্যাশার বাইরে ফল
সরকারের উপদেষ্টাদের উদ্দেশে হাসনাত বলেন, আপনাদেরকে তীব্র নিন্দা জানাতে ওখানে বসানো হয় নাই, যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে ওখানে বসানো হয়েছে, আপনারা আমাদের সঙ্গে ফাজলামো করবেন না, জনগণ এসব প্রহসন বোঝে। তিনি বলেন, এ উপদেষ্টা পরিষদ যদি মনে করে থাকে তাঁদের পাসপোর্ট প্রস্তুত, বিদেশে চলে যাবেন, তাহলে ভুল ভাবছেন। আপনাদের জুলাই ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের ওপর বসানো হয়েছে। দয়া করে জনমানুষের আকাঙ্খা পূরণ করুন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে হাসনাত বলেন, দু’একটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে এই গণ-অভ্যুত্থান হয়নি। আপনি দুই একটা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না। তিনি বলেন, আপনারা আমাদের সরলতার সুযোগ নিয়ে জাতিকে প্রতারিত করছেন। আমরা অনেক আশা-ভরসা নিয়ে দেশটা সংস্কারের জন্য বলেছিলাম। কিন্তু উপদেষ্টাদের অনেকেই দুর্নীতি করছেন, নিজের পরিবারের মানুষদের এই দুর্নীতির মধ্যে জড়িয়েছেন।
উঠান বৈঠকে অন্তবর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেন হাসনাত। তিনি বলেন, আপনারা যদি মনে করেন, পশ্চিমের ভিসা কনফার্ম করে এই দেশের সঙ্গে নিজের স্বার্থ নিশ্চিত করে যেমন-তেমন একটা নির্বাচন দিয়ে পালিয়ে যাবেন, ছাত্র-জনতা আপনাদের মাফ করবে না। তিনি আরো বলেন, আমরা মরে যাইনি। যে কাজের জন্য আপনাদের আনা হয়েছে, সেই কাজ করুন।
নির্বাচনে খুব দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। নতুন সংবিধান প্রণয়নে সংস্কারের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, গণপরিষদের কথা বলা হয়েছিল, সেগুলো যাতে না হয়, সে জন্যই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন। নির্বাচন যে সময়েই হোক, আগে খেলার নিয়ম পাল্টাতে হবে, নতুন সংবিধানের নিশ্চয়তা দিতে হবে, গণপরিষদের নিশ্চয়তা দিতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা দিতে হবে।
দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক জামাল মোহাম্মদ কবীরের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, এহতেশাম হক, দেবিদ্বার উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম প্রমুখ।


