অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে : চরমোনাই পীর

ছবি : সংগৃহীত

সারাদেশ ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহ্তারাম সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কাসেমী বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা পালন করতে পারেন নি। এখন অন্তবর্তী সরকার কোনো একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। এতে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলছে।


উপহার পাঠিয়েছেন রুমিন, জানালেন হাসনাত

আজ শনিবার সন্ধ্যার আগে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন দাবিতে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোট না হলে আমরা নির্বাচন বর্জন করার কথা বলিনি। আমরা দাবি করে আসছি পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এটা শুধু আমাদের দাবিই নয়, একটা জরিপে দেখা গেছে দেশের ৮০ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরা আশা করি সরকার অবশ্যই বুঝতে পারবে। কমিশনের কাছে আমরা পিআর পদ্ধতি উপস্থাপন করেছি, তারা সেটা আনতেই চায়নি। এমনকি তারা উপেক্ষা করে চলেছে। এর আগে কেন্দ্রের মধ্যে সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু উত্থাপনই করেনি। প্রস্তাব আকারেই আনেননি। যেখানে অধিকাংশ দল পিআর দাবি করছে, সেটার প্রস্তাবই আনেনি, এটা কেমন কথা। এজন্য রাজপথে চলে আসছি জনগণের স্বার্থের জন্য। পিআরের বিপক্ষে যারা কথা বলেন তাদের কথায় বেশি যুক্তি নেই। বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে।

চরমোনাই পীর বলেন, শুধু ইসলামী দল নয় ইসলাম, দেশ ও মানবতা এই তিন শর্তকে সামনে রেখে ইসলামী দলগুলো যারাই জোট করতে চায় আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করব।

জেলা ইসলামী আন্দোনের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ ও ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান মাহমুদ।