শাপলা প্রতীক চেয়ে ইসিকে ফের চিঠি এনসিপির

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে।


জাতির ঘাড়ে এখনো ফ্যাসিজমের ছায়া : জামায়াত

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ইমেইলে এ চিঠি পাঠান। এতে শাপলার ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনের নমুনা ছবি সংযুক্ত করা হয়েছে।


চিঠিতে এনসিপি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির গঠিত কমিটির চূড়ান্ত খসড়ায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত থাকার আশ্বাস পেয়েছিল তারা। এরপর দলটি একাধিকবার চিঠি দিয়ে শাপলা বা এর ভিন্ন ভার্সনকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার অনুরোধ জানায়।

তবে ইসির দেওয়া ৫০টি বিকল্প প্রতীকের প্রস্তাব এনসিপি প্রত্যাখ্যান করেছে। দলটির দাবি, শাপলা প্রতীক তাদের সমর্থক ও জনগণের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করেছে, তাই অন্য কোনো প্রতীক গ্রহণ সম্ভব নয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা নেই বলে বহু আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মত দিয়েছেন। এনসিপির অভিযোগ, নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে তাদের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ প্রক্রিয়ায় বিলম্ব করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।