ওমরা থেকে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে যাবেন জামায়াত আমির

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম
ওমরা পালনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওমরা পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন।
নতুন কর্মসূচি নিয়ে রাজপথে ৬০টিরও বেশি সংগঠন
রোববার (১৯ অক্টোবর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বেলা ১১টায় ঢাকা ত্যাগ করেছেন শফিকুর রহমান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।


