গণভোট নিয়ে দুষ্টামি চলছে : চরমোনাই পীর
-1762185821.jpg)
০৪ নভেম্বর ২০২৫, ১২:০১ পিএম
‘গণভোট নিয়ে রাজনৈতিক দুষ্টামি চলছে’— এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবির পক্ষে সংগঠনটি সমর্থন জানায়।
তারেক রহমানের মধ্যে হিংসা নেই : রিজভী
গণভোট প্রসঙ্গে মুফতি রেজাউল করীম বলেন, ‘গণভোটের কারণে দেশে অশান্তি সৃষ্টি হয়েছে। গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে। আমরা চেয়েছি জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক, কিন্তু বিএনপি বলছে নির্বাচনের দিন। এটা এক ধরনের দুষ্টামি। কারণ জাতীয় নির্বাচন বৈধতা পাবে শুধুমাত্র তখনই, যখন জাতীয় সনদ আইনি ভিত্তি পাবে।’
জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ‘যেনতেন নির্বাচনের জন্য হাজার হাজার মায়ের বুক খালি হয়নি। আমরা যারা জুলাই আন্দোলনে ছিলাম এবং রাস্তায় নেমেছিলাম— বর্তমান সংবিধান অনুযায়ী সেখানে সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান রয়েছে। তাই সর্বপ্রথম আমাদের জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারপর জাতীয় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। যেনতেন নির্বাচনের জন্য হাজার হাজার মায়ের বুক খালি হয়নি।’
তিনি আরও বলেন, ‘জাতীয় সনদের আইনি ভিত্তির মাধ্যমে জাতীয় নির্বাচন এবং বর্তমান (অন্তর্বর্তী) সরকার বৈধতা পাবে। কিন্তু জাতীয় সনদ যদি আইনি ভিত্তি না পায়, তাহলে জাতীয় নির্বাচন ও সরকার— কোনোটিই বৈধতা পাবে না।’
চরমোনাই পীর আরও বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। কিন্তু যাদের হাতে দেশ ছিল, তারা একবার নয়— পাঁচবার সারা দুনিয়ায় চোর ও দুর্নীতির তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। তাদের কারণে হাজার হাজার মা সন্তান হারিয়েছেন। এই শাসকেরা দেশের টাকা বিদেশে পাচার করে “বেগমপাড়া” তৈরি করেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সদ্য বিদায়ী আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের ভূমিমন্ত্রীর তিনটি দেশে ৬২০টি বাড়ির সন্ধান পাওয়া গেছে, যার মূল্য প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকা। এই সম্পদ তার পূর্বপুরুষ রেখে যাননি। ক্ষমতার চেয়ারে বসে জনগণের টাকা বিদেশে পাচার করেছে, দেশকে দেউলিয়াত্বের পথে ঠেলে দিয়েছে।’
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা সামসুদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী মোহাম্মদ আলী ও মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী মো. ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।


