৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হচ্ছে : জামায়াত আমির

ছবি : সংগৃহীত
০৪ নভেম্বর ২০২৫, ১২:০৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্রুতই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন জামায়াত আমির।
রাজনীতি হবে জনমানুষের স্বার্থে : আখতার
প্রায় ১৫ দিনের এ সফরকালে তিনি প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠান ও মতবিনিময় সভায় অংশ নেন।
তিনি বলেন, ‘বিএনপির ২৩৭ জন প্রার্থী এখনো চূড়ান্ত না হলেও জামায়াত এক বছর আগেই তার সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। দ্রুতই আগামী নির্বাচনের প্রার্থী তালিকা জামায়াত চূড়ান্ত করবে।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক কিন্তু কোনো মতবিরোধ না হোক- এমন মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর উচিত দেশের স্বার্থকে সামনে রেখে দায়িত্বশীল আচরণ করা। ভিন্ন মত পোষণ করা গণতন্ত্রের অন্তর্ভুক্ত, তবে তা কখনো দ্বন্দ্ব বা সংঘাতে পরিণত হওয়া উচিত নয়।
এর আগে, দলের শীর্ষ নেতাকে বরণ করে নিতে ভোরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যানার, ফুলের তোড়া নিয়ে হাজির হয় জামায়াতের নেতাকর্মীরা।


