বিএনপি প্রার্থী নবীউল্লাহ নবীর পক্ষে গণসংযোগ

ছবি : আওয়ার বাংলাদেশ
২৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নবীউল্লাহ নবীর সমর্থনে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) গণসংযোগ অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুলের আজ জন্মদিন
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—যাত্রাবাড়ী থানা বিএনপির নবনির্বাচিত প্রভাবশালী সদস্য ফেরদৌস হোসেন রনি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী আবুল হাসেম, ৬৫নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শাহ আলম মুন্সি, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সেন্টু, শফিক খান ও শফিউল্লাহ রাজু।
আরও ছিলেন বিএনপি নেতা লতিফুর রহমান রাজু, ৬৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোবারক ইসলাম অভি, যুবদল নেতা রাফি, সেলিমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
গণসংযোগে নেতাকর্মীরা প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ বিষয়ে নবীউল্লাহ নবী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর আন্দোলন-সংগ্রামের ভূমিকা গুরুত্বসহকারে বিবেচনা করে তাঁকে ঢাকা-৫ আসনে মনোনয়ন দিয়েছেন, যা তাঁর কাছে একটি পুরস্কারের সমান।


