হাসিনার ফাঁসি যেন খালেদা দেখে যেতে পারেন : হাসনাত

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ নভেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

শেখ হাসিনার ফাঁসি যেন খালেদা জিয়া দেখে যেতে পারেন সে দোয়া কামনা করার আহ্বান করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে আসার পর এ কথা বলেন তিনি।


আ’লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার প্রায় ৩ হাজার

এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতন্ত্র উত্তোরণের যে লড়াই সে ফল যেন উনি দেখে যেতে পারে। যার কারণে উনার আজ এই অবস্থা সেই হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারে।


তিনি আরও বলেন, উনাকে জেলে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয় নি। যদি কোনো ডাক্তার উনার চিকিৎসা করতে চাইতো, ঐ ডাক্তারকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, খালেদা জিয়ার অবস্থঅ ক্রিটিক্যাল হলেও উনি যোগাযোগ করতে পারছেন। ডাক্তাররা তাকে যে নির্দেশনা দিচ্ছেন উনি সে নির্দেশনা বুঝতে পারছে। এখন আমাদের একটাই উপায় সেটা হলো দোয়া। সবাই দোয়া করবেন।

এছাড়া, ডা. তাসনিম জারা বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, নিবিড় পরিচর্যায় আছেন। তবে উনি সজ্ঞানে আছেন, সজাগও আছেন। দেশবাসীর কাছে আহ্বান থাকবে, উনার জন্য দোয়া করবেন। উনি দল মত নির্বিশেষে সবার জন্য ফাইট করেছেন। আপনারাও সকলে দল মতের ঊর্ধ্বে গিয়ে দোয়া করবেন।