অপরিবর্তিত রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা

ছবি : সংগৃহীত
০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো প্রায় অপরিবর্তিত রয়েছে। রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন— সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বর্তমানে তাকে বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল অবস্থায় আনা সম্ভব হয়নি।
নির্বাচনে পিআর পদ্ধতি জনগণ চায় না : মির্জা ফখরুল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দেশ–বিদেশে বিভিন্ন ধর্ম–বর্ণের মানুষ মহান স্রষ্টার নিকট প্রার্থনা করছেন। দেশের ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এর আগে তিনি যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা নিয়েছিলেন।
সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকেরা আরও নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। হাসপাতালে তার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। যুক্তরাজ্যে অবস্থানরত জ্যেষ্ঠপুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে চিকিৎসক দল ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও তা এখনও সম্ভব হয়নি। বিভিন্ন বন্ধুদেশ এ বিষয়ে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে, গুরুতর অসুস্থ মায়ের সেবা–শুশ্রূষা সত্ত্বেও তারেক রহমান দেশে ফিরছেন না কেন— এ বিষয়ে গণমাধ্যমে তিনি আগেই জানিয়েছেন যে আইনি জটিলতার কারণে তার পক্ষে বর্তমানে দেশে ফেরা সম্ভব নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার দেশে ফেরা শুধুমাত্র পারিবারিক বিষয় নয়; রাজনৈতিক প্রেক্ষাপটও এ সিদ্ধান্তের সঙ্গে গভীরভাবে জড়িত।


