সাড়া দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

এসএম ফজলুল হক (বিশেষ প্রতিবেদক)

০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গুরুতর অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য বিমানে আকাশপথে বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও শারীরিকভাবে বিমানযাত্রার উপযোগী না হওয়ায় তাকে দেশে রেখেই চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।


ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন

সম্প্রতি বন্ধুরাষ্ট্র চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে তার চিকিৎসায় যুক্ত হয়েছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন দেশের সাধারণ মানুষ এবং চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।


ইতিপূর্বে গঠিত চিকিৎসাবোর্ডে নতুন কয়েকজন বিদেশি বিশেষজ্ঞকে যুক্ত করে বোর্ডটি পুনর্গঠন করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পরিচর্যার ফলে ২ ডিসেম্বর রাত থেকে খানিকটা উন্নতি অনুভব করছেন বেগম খালেদা জিয়া। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি চিকিৎসকদের ডাকে এখন মৃদু সাড়া দিচ্ছেন।

স্বাধীনতার ৫৪ বছর পূর্তির প্রাক্কালে—ধর্ম, বর্ণ নির্বিশেষে—দেশের প্রায় সকল মানুষই সাবেক এই প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনা করে প্রার্থনা করছেন। এমন সম্মিলিত মানবিক আহ্বানের নজির বাংলাদেশসহ বিশ্বের অন্য কোনো সাবেক সরকারপ্রধানের ক্ষেত্রে খুব একটা দেখা যায়নি।

ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন। তার তথ্য সচিবের বরাতে জানা গেছে, তিনি নিয়মিতই খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।

এদিকে, মায়ের শারীরিক অবস্থার অবনতিতে গভীরভাবে মর্মাহত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে লাইভ বক্তব্যে আবেগাপ্লুত কণ্ঠে বলেন যে, মায়ের চরম দুঃসময়ে পাশে থাকতে না পারার যন্ত্রণা তাকে ভীষণভাবে আঘাত করছে। তার এই বক্তব্যে বহু মানুষের হৃদয় আন্দোলিত হয়েছে।

মানবিকতার এমন নিদর্শন যেন পৃথিবীর মানুষের সহমর্মিতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।