১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।


হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এতে জানানো হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ এবং সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


কেন্দ্রীয় নেতাদের মধ্যে মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, উত্তরাঞ্চরীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল কুমিল্লা-৪, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা-৯, যুগ্ম সদস্য সচিব তাজনূভা জাবিন ঢাকা-১৭, সারোয়ার তুষার নরসিংদী-৩।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৬, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ময়মনসিংহ-৬, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন নওগাঁ-৫, দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ-৪, এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ-৬ থেকে লড়বেন।