ডাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ছবি : সংগৃহীত

ক্যাম্পাস প্রতিনিধি

১৩ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭১ ও ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।


বৈষম্যবিরোধীদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন

সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এর আগে গত ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকায় ভোটার ছিলেন ৩৯ হাজার ৯৩২ জন। খসড়া তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন ১৫৭ জন।