রাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু

ছবি : সংগৃহীত
২৪ আগস্ট ২০২৫, ০৪:২২ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি এবং হলগুলোতে হল সংসদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।

পারভেজ হত্যার পেছনে বৈষম্যবিরোধী ছাত্ররা : ছাত্রদল
শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট থাকলেও মনোনয়নপত্র বিতরণ চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক শারমিন হামিদ।
হল সংসদের মনোনয়ন ফরম বিতরণের বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক শারমিন হামিদ বলেন, ‘আমাদের হল গুলোতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রার্থীরা চাইলেই মনোনয়ন ফরম গ্রহণ করতে পারবেন।’
সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র বিতরণের সার্বিক প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। আমাদের প্রার্থীরা আসলেই ফরম গ্রহণ করতে পারবেন।’