চাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

ছবি : সংগৃহীত

ক্যাম্পাস প্রতিনিধি

২৮ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।


৩০০ গবেষককে ঢাবির সম্মাননা

তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ সেপ্টেম্বর (সোমবার), খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ৪ সেপ্টেম্বর (শুক্রবার), চূড়ান্ত ভোটার তালিকা ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), মনোনয়ন পত্র বিতরণ শুরু ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ও বিতরণ শেষ ১৭ সেপ্টেম্বর (বুধবার), মনোনয়ন পত্র জমা শুরু ১৫ সেপ্টেম্বর (সোমবার) ও জমা শেষ ১৭ সেপ্টেম্বর (বুধবার), মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর (রবিবার), মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার), প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর (বুধবার), প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর (রবিবার) সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত।


১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে চাকসুতে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্র-সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় চাকসু নির্বাচনের মুখ দেখেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।