একাদশে ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রোববার থেকে শুরু হওয়া ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজগুলো এখন নিজ নিজ আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে। এ জন্য বাম দিকের মেন্যু থেকে ‘Download Reports’ অপশনে ক্লিক করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীরাও ওয়েবসাইটে লগইন করে নিজেদের ফলাফল দেখতে পারবে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে শেখ হাসিনা!
এর আগে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফলও কলেজ ও শিক্ষার্থীরা পোর্টালে লগইন করে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।
তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয় ১ সেপ্টেম্বর রাতে। এর পরের দিন ৩ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়। আর নিশ্চায়নের শেষ সময় ছিল ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।
ভর্তি ও মাইগ্রেশন সংক্রান্ত সব তথ্য এবং ফলাফল পাওয়া যাবে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে: xiclassadmission.gov.bd


