জাকসুতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আটক

ছবি : সংগৃহীত
১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হলের ৪২৪নং কক্ষ থেকে হল প্রভোস্ট তাকে আটক করে। ওই কক্ষে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদ অবস্থান করতেন, তারও ছাত্রত্ব নেই।

জাকসুতে রাতভর অবরুদ্ধ উপাচার্য ও নির্বাচন কমিশন
আটক ছাত্রদল নেতা হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭) শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থান করছিলেন হাফিজুর রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু ও হল সংসদের ভোট গ্রহণ শুরু হলে হলের ভেতর পায়চারি করছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে তাকে আটক করেন হল প্রভোস্ট।
এ বিষয়ে হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, 'আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে। শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েছি। আবাসিক হলে অবস্থানের ক্ষেত্রে কোন অনুমতি নেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো অনুমতি নেইনি।
আটকের পর ছাত্রদলের ওই নেতাকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়।
এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা তাকে আনতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছে। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।