সিপিএলে এক বলেই ৩ ছক্কা

ছবি : সংগৃহীত
২৮ আগস্ট ২০২৫, ০৩:২৫ পিএম
ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) অবিশ্বাস্য এক ওভারের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যকার ম্যাচে রোমারিও শেফার্ডের ব্যাটিং ঝড়ের কবলে পড়েন ওশানে থমাস।
মুশফিকের ১০০তম টেস্ট সেলিব্রেট করবে বিসিবি
ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ২০২ রানের বিশাল পুঁজি পায় গায়ানা। ফ্র্যাঞ্চাইজিটিকে এই সংগ্রহ এনে দিতে সবচেয়ে বেশি অবদান রাখেন শেফার্ড। ৩৪ বলে ৫ চার ও ৭ ছয়ের সাহায্যে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এই অলরাউন্ডার।
থমাসের করা ১৫তম ওভারে সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেন শেফার্ড। সে ওভারের তৃতীয় বলটি নো করেন থমাস। তাতেই ফ্রি হিট পায় গায়ানা। পরের ডেলিভারিটা ওয়াইড হওয়ায় ফ্রি হিট অব্যাহত থাকে। থমাসের করা পরের ডেলিভারিটাও নো হয়।
সেই সঙ্গে ছক্কা মারেন শেফার্ড। পরের ডেলিভারিটাও নো করেন থমাস। সেটাও উড়িয়ে সীমানা ছাড়া করেন শেফার্ড। যদিও এরপর বৈধ ডেলিভারিতে বলটি শেষ করেন থমাস। সে বলেও ছয় মারেন ৩০ বছর বয়সী ক্রিকেটার।
সব মিলিয়ে তাই দিনটা খুবই বাজে গেছে থমাসের। এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে ৬৩ রান খরচ করেন এই পেসার। বিনিময়ে তুলে নেন কেবল শাই হোপের উইকেট। থমাস বল হাতে খরুচে হলেও এদিন শেষ হাসি হেসেছে তার দল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া।
রান তাড়ায় তাদের হয়ে দারুণ জবাব দেন জ্যারেল অগাস্টে। ৩৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেন এই টপঅর্ডার। জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ২০২/৬- ২০ ওভার (শেফার্ড ৭৫*, ইফতিখার ৩৩, ম্যাকডারমট ৩০; গাস্টন ২/৫৭)
সেন্ট লুসিয়া: ২০৩/৬- ১৮.১ ওভার (অগাস্টে ৭৩, শেইফার্ট ৩৭, ডেভিড ২৫; মোটি ২/৩২)
ফল: সেন্ট লুসিয়া ৪ উইকেট জয়ী
ম্যাচসেরা: জ্যারেল অগাস্টে
-6790dc8de6b1e.webp)

