বড় অঙ্কের জরিমানা টিকটকের

ছবি : সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক

১৫ মে ২০২৫, ১২:৫০ পিএম

টিকটক হলো চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রধান গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা আইরিশ ডাটা প্রোটেকশন কমিশন কর্তৃক ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন ডলার) জরিমানার মুখে পড়েছে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তরের ঝুঁকি এবং তথ্য সুরক্ষার ক্ষেত্রে ইইউ মান পূরণে ব্যর্থতা।


আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

চীনে ডাটা পাঠানোর জন্য ভিডিও অ্যাপটিকে ৪৮৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে এবং ডাটা স্থানান্তরের সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থতার জন্য ৪৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। ২০২২ সালে টিকটক তার গোপনীয়তা নীতি আপডেট করে এবং আদালত সেই নতুন নীতিটিকে যথাযথ বলে মনে করে। কোম্পানিটি ইইউতে ডাটা সেন্টারে ১২ বিলিয়ন ইউরো (প্রায় ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার) বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে; কিন্তু তা আদালতকে প্রভাবিত করার জন্য যথেষ্ট ছিল না।


টিকটক এই রায়ের তীব্র বিরোধিতা করেছে। তারা দাবি করেছে, ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব আইনি কাঠামো, বিশেষ করে স্ট্যান্ডার্ড কন্ট্রাকচুয়াল ক্লজ ব্যবহার করে সীমিত ও নিয়ন্ত্রিতভাবে রিমোট অ্যাক্সেস দিয়েছে। তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। এই সম্পর্কিত এক বিবৃতিতে টিকটক বলেছে, ‘এই রায় বিশ্বব্যাপী পরিচালিত ইউরোপীয় কোম্পানি এবং সমগ্র শিল্পের জন্য সুদূরপ্রসারী পরিণতির নজির স্থাপনের ঝুঁকি তৈরি করবে।’

টিকটকের এই সিদ্ধান্ত ২০২৩ সালে চালু করা ডাটা সুরক্ষা ব্যবস্থাগুলোকে সম্পূর্ণরূপে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে, যা স্বাধীনভাবে দূরবর্তী অ্যাক্সেস পর্যবেক্ষণ করে এবং ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীর ডাটা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিবেদিত ডাটা সেন্টারে সংরক্ষণ করা হয় তা নিশ্চিত করে। 

এই জরিমানা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বড় বার্তা। ব্যবহারকারীর ডাটা নিয়ে কার্যক্রম চালাতে হলে ব্যবহারকারীদের ডাটা সর্বোচ্চ মানে নিরাপদ রাখতে হবে।