২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থনৈতিক শুমারি

অর্থনীতি ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ ১০ বছর পর দেশব্যাপী শুরু হলো দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ। তথ্য সংগ্রহের কাজের উদ্বোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাচিব মো. মাহবুব হোসেন। 


নিলামে উঠছে সাবেক এমপিদের গাড়ি

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এ শুমারির মূল কাজের উদ্বোধন করা হয়।


র‌্যালিতে অংশ নেন বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, অর্থনৈতিক শুমারি প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) এস এম শাকিল আখতার, ডেপুটি প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমানসহ বিবিএসের সব পর্যায়ে কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানা যায়, এবারই প্রথম ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। দেশের চার কোটি খানার মধ্যে এক কোটির বেশি খানা আর্থিক নানা কাজে জড়িত তাদের তথ্য সংগ্রহ করা হবে। ফুটপাতের ছোট দোকানি থেকে শুরু করে শিল্পপতি সবার তথ্য সংগ্রহ করা হবে।

আজ থেকে শুরু হওয়া তথ্য সংগ্রহের কাজ আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সারাদেশে ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী এবারের শুমারিতে তথ্য সংগ্রহ করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর এমন শুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

অর্থনৈতিক শুমারি প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) এস এম শাকিল আখতার বলেন, ১০ বছর পর অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে। শুমারি নির্ভুল ও স্বচ্ছ করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই দেশবাসীকে বলব, আমাদের গণনাকর্মীরা যাবে। তাদের আপনারা তথ্য দিয়ে সহায়তা করুন। সবার গলায় বিবিএস-এর কার্ড থাকবে।

BBS