৮ ফেব্রুয়ারি খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন
প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ
.jpeg)
২০ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পিএম
দি-মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ইতোমধ্যে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করেছে মনোনয়ন যাচাই কমিটি। রোববার (১৯ জানুয়ারি) তফসিল অনুযায়ী নির্বাচনের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়।

মোবাইল ব্যাংকিংয়ে বাড়ছে লেনদেন
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৫-১৬ জানুয়ারি মনোনয়ন দাখিলের শেষ দিনে বিভিন্ন পদে মোট ৫৬টি মনোনয়নপত্র জমা পড়ে। এরপর ১৮ জানুয়ারি নির্বাচন কমিটি জমাকৃত মনোনয়পত্র যাচাইবাছাই করে। সমবায় সমিতি বিধিমালা ২০০৪ অনুযায়ী (সংশোধিত ২০২০)-এর বিধি অনুসারে যাচাই প্রক্রিয়া শেষে নির্বাচন কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী মোট ৫৩টি মনোনয়নপত্র বৈধ ও তিনটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
চেয়ারম্যান পদে আগস্টিন প্রতাপ গমেজ, নোয়েল চার্লস গমেজ। ভাইস-চেয়ারম্যান পদে ডিউক প্রদীপ রোজারিও, আগস্টিন কিশোর গমেজ, বিজয় লিনুস রোজারিও। সেক্রেটারি পদে পেপিলন হেনরি পিউরিফিকেশন, অজমান্ড পিটার মন্ডল খসড়া তালিকায় বৈধতা পেয়েছেন।
সমবায় বিধিমালা অনুযায়ী আলবার্ট প্রদীপ বেপারী, সুমন ডমিনিক গমেজ এবং পলাশ গ্রেগোরির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি প্রার্থীদের প্রাথমিক তালিকাও প্রকাশ করেছে সংগঠনটি।