স্টক গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির বনভোজন
.jpg)
ছবি : আওয়ার বাংলাদেশ
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ পিএম
স্টক গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রথম বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর উওরার বিরুলিয়ায় প্রিয়াঙ্কা রিসোর্টে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

রিজার্ভ বেড়ে ২০ বিলিয়নের ঘরে
সকাল ৮টায় কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতি হাসান রেজা সাঈদের স্বাগত বক্তব্যের পর সমিতির সকল সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমিতির সেক্রেটারি মো: আলমগীর খান। এ সময় স্টক বায়ার, সাপ্লায়ার, মিডিয়া ও কয়েকজন বিদেশি বায়ারসহ প্রায় ১২০০ সদস্য উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথির মধ্যে আরও ছিলেন উওরা ১১নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি, উওরা পশ্চিম ও মিরপুর রূপনগর থানার অফিসার্স ইনচার্জসহ কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী।
বনভোজনে সমিতির সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। দিনভর নানা আয়োজন শেষে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন সবাই। এতে ছিল নাইজেরিয়ার বায়ার লুইস অলিভের অসাধারণ বাংলা গানের পারফর্ম। পাশাপাশি ছিল শিল্পী আশিকুর রহমান আশিক, আয়েশা জেবিন দীপা, বেলী ও দুষ্টু পোলাপানখ্যাত তারকা সংগীতশিল্পী ঐশীর চমৎকার সব গান। পরে সঞ্চালক ইমরান তালুকদার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।