শেষ হলো এমটিভির চার দশকের পথচলা

ছবি : সংগৃহীত
১৯ অক্টোবর ২০২৫, ০২:০৪ পিএম
বিশ্বের নানা প্রান্তের সংগীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ। দীর্ঘ ৪০ বছরের পথচলার পর এমটিভির সংগীতভিত্তিক চ্যানেলগুলো বন্ধ হতে যাচ্ছে। দ্য ইকোনমিক টাইমস-এর বরাতে জানা যায়, এমটিভির মূল প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল ঘোষণা দিয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর এমটিভি এইটিস, এমটিভি নাইন্টিস, এমটিভি মিউজিক, ক্লাব এমটিভি ও এমটিভি লাইভের সম্প্রচার বন্ধ হয়ে যাবে।
কাজের সংকট, বৈষম্য বাড়ার শঙ্কা
টেলিভিশন নেটওয়ার্ক ছোট করে এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে তারা। কারণ নব্বই এবং দুই হাজার সাল পরবর্তী সময়েও যে পরিমাণ দর্শক এই চ্যানেলটির ছিল, গত কয়েক বছরে সেই সংখ্যা ক্রমশ কমেছে। ২০২৫ সালে এসে এমটিভি মিউজকের দর্শকের যে সংখ্যা দাঁড়িয়েছে, তা আর্থিক দিক থেকে লাভজনক নয়। এমনটাই বলছে প্যারামাউন্ট গ্লোবাল।
অবশ্য ‘এমটিভি এইচডি’ নামের মূল চ্যানেলের সম্প্রচার চালু থাকবে। তবে সেখানে কোনোপ্রকার গান পরিবেশিত হবে না। সেখানে কেবল রিয়েলিটি শোগুলো সম্প্রচারিত হবে।
প্রথমে মিউজিক চ্যানেলগুলোর প্রচার বন্ধ হবে যুক্তরাজ্য এবং আয়াল্যান্ডে। তারপর অস্ট্রেলিয়া, পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ব্রাজিলের মত দেশের সংগীতের শ্রোতারাও আর এই মিউজিক চ্যানেলগুলো দেখতে পাবেন না। কয়েক প্রজন্মের দর্শক-শ্রোতার গান শোনার অভ্যাস গড়ে তোলায় এমটিভি বড় অবদান রেখেছে। এক সময় তরুণদের সংগীত, ফ্যাশন ও জীবনধারার প্রতীক ছিল চ্যানেলটি।
উল্লেখ্য, ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান নিয়ে প্রথম এমটিভির যাত্রা শুরু হয়েছিল। ১৯৯৫ সালে এমটিভি এশিয়ার কার্যক্রম শুরু হয় এবং ১৯৯৬ সালে সম্প্রচার শুরু হয় ভারতে।

-Md-Jahangir-Alam-Chowdhury-20251015200909.jpg)
