দেশে পেঁয়াজের সংকট নেই : কৃষি উপদেষ্টা
-Md-Jahangir-Alam-Chowdhury-20251015200909.jpg)
ছবি : সংগৃহীত
২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
দেশে পেঁয়াজের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে যে কারণে আর দাম বাড়ারও সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, কিছু কুচক্রী ব্যবসায়ী পেঁয়াজ আমদানির জন্য আদালতে রিট পর্যন্ত করেছে।
সঠিক ব্যাংক নির্বাচনের উপায়
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এডিপি পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কৃষি উপদেষ্টা বলেন, আগামী দুই এক সপ্তাহের মধ্যে বাজারে নতুন পেঁয়াজ এলে এই দাম আরও কমে আসবে।
আলু চাষে কৃষকেরা ক্ষতির মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আলুর জন্য কোল্ড স্টোরেজ খালি করার কথা বলেছি।
এবার আমন ধানের ফলন ভালো হয়েছে এবং ৫০ ভাগ ফসল কাটা শেষ হয়েছে বলে জানান উপদেষ্টা।
সারের মজুদ পর্যাপ্ত পরিমাণ রয়েছে জানিয়ে তিনি বলেন, কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায় সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে। সে ক্ষেত্রেও যদি কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় তাহলে সেসব কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যেসব জেলায় সারের ডিলার নেই, কেবলমাত্র সেই সব জেলাতেই ডিলার নিয়োগ দেওয়া হবে।
বাজারে শাক-সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।


