ওমরা পালন করলেন অভিনেতা মুশফিক আর ফারহান

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

১১ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম

বহুমাত্রিক অভিনয় দিয়ে সকল শ্রেণীর দর্শক মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। কখনও প্রেমিক, কখনও দুষ্টু ছেলে, আবার কখনও চোর- চরিত্রের প্রয়োজনে নানা ভাবে সামনে আসেন এই অভিনেতা। এবার ওমরা পালন করতে পবিত্র কাবা শরীফে ছুটে গেলেন তিনি। শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা মুশফিক। যেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকে কাবা ঘরের সামনে বসে আছেন তিনি। আর তার মুখে শোনা যাচ্ছে তৃপ্তির সুর, প্রাপ্তির সন্তুষ্টি।


সব জায়গায় অসৎ মানুষের ভিড় : ডা. এজাজ

ওমরা পালনের ভিডিও শেয়ার করে ফারহান বলেন, কাবা ঘরে এসে হাজরে আসওয়াত অর্থাৎ কালো পাথরে চুমু খাওয়াটা ভাগ্যের ব্যাপার। আর ওমরা পালন করতে পেরে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানান জনপ্রিয় এই অভিনেতা।


ওমরা হলো হজ্জের মতো একটি পবিত্র ইসলামি তীর্থযাত্রা, যেখানে নির্দিষ্ট ইহরাম অবস্থায় কাবা শরীফের তাওয়াফ বা প্রদক্ষিণ ও সাফা-মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ানো হয়। এটি বছরের যেকোনো সময় করা যায় এবং এটি একটি আত্মিক শুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়।