সন্তানদের জন্য মা খুঁজছেন হিরো আলম

ছবি : সংগৃহীত
১৮ অক্টোবর ২০২৫, ০২:১২ পিএম
সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অনলাইন ব্যক্তিত্ব ও কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত, সম্প্রতি জানিয়েছেন যে, তিনি আর বিয়ের চিন্তা করছেন না। তবে তার সন্তানদের যত্ন নেওয়ার জন্য একজন 'মা'র খোঁজে আছেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
রামপুরা থেকে গ্রেপ্তার হিরো আলম
সাক্ষাৎকারে হিরো আলম বলেন, আমার বয়স হয়েছে, এখন বিয়ের সময় পার হয়ে গেছে। আমি এখন এমন একজন মানুষ খুঁজছি যিনি আমার তিনটি সন্তানকে মায়ের মতো দেখে রাখবেন। আমি একা হয়ে গেছি, একা সন্তান মানুষ করা কঠিন।
তিনি আরও বলেন, আমি দুইবার বিয়ে করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই সম্পর্কগুলো টেকেনি। যারা এসেছিল, তারা ভালোবাসা নয়, বরং নিজের পরিচিতি বাড়াতেই বেশি আগ্রহী ছিল। তারা মিডিয়ার সামনে মুখে বলেছে সন্তানের মা হবে, কিন্তু ভিতরে ছিল তারকাখ্যাতির লোভ। সেই কারণে সংসারগুলো ভেঙে গেছে।
বর্তমানে নতুন কিছু কাজের জন্য পরিকল্পনা করছেন হিরো আলম। তবে কাজ শুরু করতেই একের পর এক সমস্যা এসে পড়ছে বলে জানান তিনি।
নতুন সিনেমার গানের কাজ শেষ করেছি। কিছু সিনেমার আলাপ চলছে। সেগুলোর দিকেই এখন মনোযোগ দিচ্ছি,—বলেন তিনি।
এদিকে হিরো আলমের ব্যক্তিজীবন নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত ঘটেছে তার সাবেক স্ত্রী রিয়া মনির একটি ফেসবুক লাইভকে কেন্দ্র করে।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে আবেগপ্রবণ হয়ে তিনি জানান, সংসার করার সময় হিরো আলম এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন।
ওই নারীর নাম মিথিলা এবং তার পক্ষ থেকে হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল বলেও দাবি করেন রিয়া।
রিয়া মনি জানান, এসব ঘটনার কারণে তিনি হিরো আলমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তাকে তালাকনামা পাঠান। তালাকের কাগজ হাতে পাওয়ার পর হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি। তবে শেষ পর্যন্ত রিয়া মনিই আবার ফিরে আসেন হিরো আলমের সংসারে।
কিন্তু তার অভিযোগ, হিরো আলমের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। বরং আগের মতোই ‘মন্দ স্বভাব’ অব্যাহত রেখেছেন তিনি, যার ফলে তাদের মধ্যে সম্পর্কের জটিলতা আরও বেড়েছে।
হিরো আলম বরাবরই অনলাইন ও মূলধারার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন। তার ব্যতিক্রমী কনটেন্ট যেমন একদল দর্শকের কাছে বিনোদনের উপকরণ, তেমনি আরেকদলের চোখে সমালোচনার বিষয়। ব্যক্তিজীবনের একের পর এক টানাপোড়েন, সংসার ভাঙন এবং নারীঘটিত জটিলতা তাকে আরও বেশি আলোচনায় এনে ফেলেছে।


