কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবি, নিহত ১৪৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পিএম

গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর) কঙ্গোতে একটি মোটরচালিত কাঠের নৌকায় আগুন ধরে ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৪৮ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো অনেকেই। শুক্রবার (১৮ এপ্রিল) স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


বিবিসির আরও এক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত কঙ্গো নদীতে নৌকাটি উল্টে যাওয়ার সময় নারী ও শিশুসহ প্রায় ৫০০ যাত্রী বহন করছিল বলে জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা অনুমান করছেন, এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছে। এর আগে নিহতের সংখ্যা ৫০ জন বলে অনুমান করা হয়েছিল।

মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করার সময় এমবান্ডাকা শহরের কাছে এইচবি কঙ্গোলো নামক নৌকাটিতে আগুন ধরে যায়।

স্কাই নিউজ জানিয়েছে, প্রায় ১০০ জন জীবিত ব্যক্তিকে স্থানীয় টাউন হলের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে আর যারা পুড়ে গেছেন তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

দেশটির নদী-বিষয়ক কমিশনার কম্পেটেন্ট লয়োকো অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, একজন নারী নৌকায় রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়।

পূর্ব কঙ্গোর কিভু হ্রদে ২০২৪ সালে ২৭৮ জন যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৭৮ জন মারা যান। আরেকটি পৃথক ঘটনায়, ডিসেম্বরে পশ্চিম কঙ্গোর একটি নদীতে নৌকা ডুবে কমপক্ষে ২২ জন মারা যান।